ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ১৮:৪৭

পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে জুবায়ের রহমান (২৫) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে শহরের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের রহমান (২৫) সদর উপজেলার গাছপাড়া এলাকার খাঁপাড়ার জাহিদুর রহমানের ছেলে। এ ঘটনায় জড়িত ১ জনকে আটক করেছে পুলিশ।

পাবনা সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে ছেড়ে আসা মাছরাঙ্গা পরিবহনে ঢাকার গাবতলীতে বাসের এক যাত্রীর সাথে ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের কথা কাটাকাটি হয়। পরে পাবনা বাস টার্মিনাল এলাকায় এসে বাস থামালে ওই যাত্রীর লোকজন এসে গাড়ির ড্রাইভার ও সুপারভাইজারের সাথে মারামারি শুরু করে। একপর্যায়ে হেলপার জুবায়ের রহমানকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে মারুফ হোসেন সুমনকে আটক করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ