পটুয়াখালীর বাউফলে মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের বাড়িতে ডাকাতি হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের মেজো ছেলে মো. মাসুদ জানান, তাদের দোতলা ভবনের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ৮-১০ জন মুখোশপড়া ডাকাত বাসায় প্রবেশ করে। নিচ তলায় গিয়ে তার বাবা চান মিয়া মাস্টার (৭১) ও মা ফরিদা খাতুনকে (৬৬) অস্ত্রের ভয় দেখিয়ে দুজনকে বেঁধে ফেলে। এরপর স্টিলের আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় ডাকাতরা তাদের মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। পরে আলমারির চাবি দিলে ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় তিন লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণলংকার লুট করে। এ সময় ডাকাতরা বাসার অন্যান্য মালামালও তছনছ করে।
আমগাছ বেয়ে ডাকাতরা দোতালায় ওঠে এবং ডাকাতি শেষে নিচতলার সামনের দরজা খুলে চলে যায়। বাসায় এ সময় তার মা-বাবা ছাড়া অন্য কেউ ছিল না। পরিবারের অন্য সদস্যরা বরিশালে ছিল। ডাকাতরা চলে যাওয়ার পর তার বাবা-মা চিৎিকার দিলে এলাকার লোকজন এসে তাদের বাসায় জড়ো হয়।
বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন,‘শুনেছি চান মিয়া মাস্টারের বাড়িতে ডাকাতি হয়েছে। ইদানিং চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতংকের মধ্যে আছে।’
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে রাতেই বাউফল সার্কেলের সিনিয়ির এএসপি, বাউফল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ’
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ