ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সিরাজদিখানে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ১৭:০৯

মুন্সীগঞ্জের সিরাজদিখান ভাটিমবোগে গ্রামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনায় গৃহবধূর স্বামী সুমন দেওয়ান সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী আখি বেগম (৩২) উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী সুমন দেওয়ানের স্ত্রী।

আখি বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মো. আবু জাফর, নাছির দেওয়ান, শাজাহান দেওয়ান ও রাবেয়া বেগম রোববার দুপুরে আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। আমি নিষেধ করতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা সঙ্গবদ্ধভাবে আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমার স্বামী সুমন দেওয়ান সোমবার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছে। আমি থানায় মামলা করব।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আবু জাফর ও নাছির দেওয়ান বলেন, এ বিষয়ে আমরা কোনো কথা বলতে ইচ্ছুক নই।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম সুমন বলেন, গৃহবধূকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ