ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৩, ১৮:১০

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

উদ্ধার জেলেরা বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা।

মো. মুনতাসির ইবনে মহসীন বলেন, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাগেরহাটের রায়েন্দা এলাকা থেকে ১টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে যায়। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিন দিন ধরে বোটটি ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।

আজ রোববার সকালে কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী নিয়মিত টহল চলাকালে আনুমানিক ১১টার দিকে টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং বোট ভাসতে দেখে। টহল দল বোটের কাছাকাছি পৌঁছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরে তারা বোটের কাছে গিয়ে ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেয় কোষ্টগার্ড। বর্তমানে জেলেরা সুস্থ আছে। পরবর্তীতে উদ্ধারকারী দল ওই ফিসিং বোটসহ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ