ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

আইজিপি কর্তৃক পুরস্কার পেলেন উলিপুর থানার ৪ পুলিশ সদস্য

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৩, ১৬:১৭

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম কর্তৃক পুরস্কার পেলেন উলিপুর থানার ৪ জন পুলিশ সদস্য।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলনে কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভায় আইজিপির পক্ষে এসব পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

পুরষ্কার প্রাপ্তরা হলেন- উলিপুর থানার এসআই মো. আব্দুল বাতেন, এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. আরিফুল ইসলাম ও নামাজের চর তদন্ত কেন্দ্রের এসআই মো. শামীম মন্ডল।

জানা যায়, ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আইজিপি কর্তৃক এসব পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলামসহ জেলা পুলিশের সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ