ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২৩, ২০:০৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও মোসাম্মৎ হাবিবা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। তারা আপন মামাতো-ফুফাতো ভাইবোন হয়।

নিহতের স্বজনরা জানান, সকালে দুই শিশু উঠানে খেলা করছিল। কোনো একসময় বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়।

পরে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ