ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) রাহিমা খাতুন জেনারেল হসপিটালে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হসপিটালের সহযোগিতায় সকাল ৯টা থেকে দুপুর ২টা এ পর্যন্ত স্থানীয় ৬ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।
সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা আফতাব উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ।
ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হসপিটালের চিকিৎসক সাদমান ইসরাক ভুইয়ার নেতৃত্বে ৯ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন।
এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এতে ২ শতাধিক রোগীকে চশমা প্রদান করা হয়। ৭০ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
আগামী জানুয়ারি মাসে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহ, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, পরিচালক মাওলানা শফিকুল ইসলাম, রাহিমা খাতুন জেনারেল হসপিটালের পরিচালক মাওলানা তারিক জামিল।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ