ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ভৈরবে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৩০ 

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২৩, ১৭:৪২

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার বধুনগর গ্রামের ফর্চার বাড়ির খালেক মিয়া ও কান্দার বাড়ির মুর্শিদ মিয়ার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে শাহ আলম ও জালাল মিয়া নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ