ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৪৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৫১

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে ইশরাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু ইশরাত ওই এলাকার আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পত্তির মেয়ে।

ইশরাতের মা সুমাইয়া জানান, মেয়েকে কোলে নিয়ে বাড়ির হাসগুলোকে পাশের পুকুরে রেখে আসেন এবং ইসরাতকে তার বোন নুশরাতের (৪) কাছে খেলতে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর নুশরাতকে দেখতে পান। নুশরাতও খেলার ছলে তার ছোট বোন ইশরাতকে হারিয়ে ফেলে। কখন বাড়ির পাশে পুকুরে ডুবে যায় কেউ জানে না। রাস্তা দিয়ে একজন হেঁটে আসার সময় পাশের পুকুরের পানিতে ওই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ