পটুয়াখালীর কলাপাড়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেখ কামাল সেতুর উপরে মাঝ পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত ফকরুল সুনামগঞ্জ জেলার ছাতক থানার আকিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।
পথচারী এবং বাসের যাত্রীরা জানান, সকালে কুয়াকাটা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৬৪২৯) শেখ কামাল সেতুর মাঝ পয়েন্টে এসে পৌঁছালে হঠাৎ ওই তরুণ সামনে আসেন। এ সময় তার মাথার পিছনের অংশে আঘাত লাগলে সড়কে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরতরা জানান, হাসাপাতালে নিয়ে আসার পর ওই তরুণ বেঁচে ছিলেন। কিন্তু তিন-চার মিনিটের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি সেতুতে এসে কিভাবে দুর্ঘটনায় পতিত হলেন তা জানা যায়নি। আমরা খতিয়ে দেখছি। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ