ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ধনবাড়ীতে মাদ্রাসার ৫তলা আবাসিক ভবনে আগুন

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৩, ১৮:১১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১৮:৩৭

টাঙ্গাইলের ধনবাড়ীর কলেজ পাড়ার মাদরাসাতুন নূর ধনবাড়ী মাদ্রাসার ৫তলার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজের সময় বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল।

ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

মাদ্রাসার ৫তলার আবাসিক ভবনের দায়িত্বরত শিক্ষক রোকনুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা নামাজে থাকায় ফাঁকা ভবনের আগুনে বিছানা ও পড়ার টেবিল পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ