ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে জলাবদ্ধ বেশিরভাগ এলাকা 

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৩, ১৫:০৭

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট ও নিম্নাঞ্চলীয় অনেক এলাকা। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে দেখা গিয়েছে পটুয়াখালী শহরের পিটিআই রোড, জুবিলি স্কুল রোড, সবুজবাগ, নতুন বাজার, পুরাতন বাজারসহ বেশিরভাগ এলাকা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়াও রাঙ্গাবালী মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে ডুবে গেলেও সময়ের সাথে সাথে সেগুলো আবার নেমেও যাচ্ছে। সাগর কিছুটা উত্তাল রয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখি জানান, এলাকাতে বিদ্যুৎ না থাকায় সর্বশেষ তথ্য তিনি দিতে পারছেন না। তবে দুপুর ১২টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মিধিলি বর্তমানে পায়রা সমুদ্র বন্দর থেকে ২৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ছিল। এছাড়া ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা শতভাগ।

পটুয়াখালীতে বর্তমানে আকাশ কিছুটা মেঘলা রয়েছে। পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। তবে আবহাওয়া অনেকটাই শান্ত দেখা যাচ্ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ