ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

আদম তমিজির বাসায় র‍্যাবের অভিযান

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২৩, ২০:২২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ২৩:১৮

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এই বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত গুলশানের ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসাটি ঘিরে রেখেছে র‍্যাব।

জানা গেছে, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও সম্প্রতি গ্রেফতার হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে তমিজির।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ