নির্বাচন কমিশন ঘোষিত দলীয় সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পর্ব শেষে এক সমাবেশে জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ভোট চোর সরকার, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের পালিত নির্বাচন কমিশন। গতকাল যে তফসিল ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এটি আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ব্যবস্থা। শীঘ্রই এই তফসিলকে বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না দিলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আমরা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হাফেজ মো. তানভীর আহমদতাকিসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ