ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিরসরাইয়ে খাঁচার ৪২ টিয়া পাখি পেলো মুক্ত আকাশ

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২৩, ১৮:৪৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১৮:৫০

চট্টগ্রামের মিরসরাইয়ে পচারের সময় উদ্ধার হওয়া দেশীয় প্রজাতির ৪২টি টিয়া পাখি মুক্ত অকাশে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বারৈয়াঢালা জাতীয় উদ্যানে পাখিগুলোকে খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়।

পাখিগুলো অবমুক্ত করেন বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন ও খৈয়াছড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউল আলম মুন্না। একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুায়ারু এলাকা থেকে উদ্ধার হওয়া ৩টি গোখরা সাপও অবমুক্ত করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া বাজার এলাকায় পাচারের সময় পাখিগুলো উদ্ধার করেন বড়তাকিয়ার বিট কর্মকর্তারা। একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুায়ারু এলাকা থেকে উদ্ধার হয় ৩টি গোখরা সাপ।

বড়তাকিয়ার বিট কর্মকর্তা মো. মামুন বলেন, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু খাঁচা দেখতে পাই। স্থানীয় লোকজনকে খাঁচা সম্পর্কে জিজ্ঞেস করলে এগুলো কার

কেউকিছু বলতে পরেননি। পরবর্তীতে প্লাস্টিকের খাঁচার ভিতরে হাত দিতে দেখতে পাই দেশি জাতের ৪২টি টিয়া পাখি। তখন এগুলো উদ্ধার করে আমার হেফাজতে নিয়ে বুধবার (১৫ নভেম্বর) সকালে পাখিগুলো বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করি। একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুায়ারু এলাকা থেকে উদ্ধার হওয়া ৩টি গোখরা সাপ বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ