ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কাউখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২৩, ১৮:২৮

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বর থেকে ২০২৩-২৪ অর্থবছরে রবি ফসল ও বোরো হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। তিনি বলেন, এই বীজ এবং সারের সুষ্ঠু ব্যবহার করতে হবে এবং এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপজেলার ১ হাজার ৭০০শ ৫৫ জন কৃষক রবি ফসল ও দুই হাজার জন কৃষক হাইব্রিড ধানের বীজ পাবেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ