নৌকার নেতা যদি শেখ হাসিনা না হয়ে, অন্য কেউ হতেন তাহলে ওই নৌকা আমি পাড়া দিয়ে ডুবিয়ে দিতাম উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেন, এমনই তো নৌকার অবস্থা ভালো না।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজের উত্তর পাশে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের সময় কই ছিলেন চংরারা, আমি ভাইসা আসি নাই, মুক্তিযুদ্ধ করে বঙ্গবন্ধুকে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত করে এনেছি আমি সেই মানুষ। বঙ্গবন্ধুকে খুন করে গুম করা হয় তখন একটা নেতাও নাই কিন্তু সেই বাড়ি ঘর ছেড়ে এক কাপড়ে ঘর থেকে বের হয়েছিলাম ষোল বছর দেশে ফিরে নাই, ঘরে ফিরি নাই প্রতিবাদ চালিয়ে গেছি সেই ফল হিসাবে আজকে কিন্তু নৌকা মার্কা সরকার।
স্থানীয় এমপি ইকবাল হোসেন সবুজকে উদ্দেশ্য করে বলেন, তুমি একাই কিন্তু এই এলাকার সিংহ না, এখানকার সম্রাট না, এখানে আরও কিছু প্রার্থী আছে। তাই আমাদের চেয়ার-টেবিল ভাঙলে তোমাদের কিন্তু মানঝা ভাঙ্গা যাব, ঠেঙ্গ ভাঙ্গা যাব, কপালও ভেঙে যাবে। মাপ চাইও, এক মাঘে কিন্তু শীত যায় না।
এ সময় উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আ. হামিদ এর সভাপতিত্বে ও জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতিকুল রহমান ভূইয়া এর সঞ্চালনায় আরও বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মো. আ. রহমান, সহ-সভাপতি মঞ্জরুল ইসলাম মজনু, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেহের আলী প্রমুখ। এ সময় উপজেলা সভাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর উপজেলা কমিটির উদ্যোগে কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভায় আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসী হামলা চালায়।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ