পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন। সেই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক শিক্ষা কেন্দ্র নির্মাণ করতে সক্ষম হয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই, শেখ হাসিনা যেন আবারও ক্ষমতায় থাকেন।
তিনি আরও বলেন, ইমামরা হচ্ছের নেতাদেরও নেতা। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে সংসদে দাঁড়িয়ে প্রথমে ইমাম-মুয়াজ্জেনদের জন্য মাসিক সম্মানের প্রস্তাব রাখবো।
রোববার (১২ নভেম্বর) সকাল ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউখালী উপজেলা ইমাম সমিতির সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল মতিন, মাওলানা ইবাদাত হোসেন প্রমূখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোবাক্ষের।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ