ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগে খুঁজলে অনেক ঘুষখোর নেতা পাওয়া যাবে : কাদের সিদ্দিকী 

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৩, ২১:১৭

এই আওয়ামী লীগে খুঁজলে অনেক ঘুষখোর নেতা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। তিনি বলেন, তারা সরকারি চাকরি এমনকি পৌরসভার সুইপারের চাকরি দিয়ে তারা টাকা নেয়।

শনিবার বিকেলে বাসাইল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ লাফাচ্ছে নৌকা নিয়ে নির্বাচন করলেই পাস। এবার আমি দেখাতে চাই নৌকাকে কীভাবে ফেলও করানো যায়। আজকে সবাই আওয়ামী লীগ। তবে যে আওয়ামী লীগ আমি জন্ম দিয়েছি, সেই আওয়ামী লীগ আমি করি না। কারণ আমি বঙ্গবন্ধুর দলের মানুষ, বঙ্গবন্ধু আমার নেতা।

কাদের সিদ্দিকী বলেন, এখন দেশে পানি নাই, তাই নৌকারও তেমন কাজ নাই। আর ২৮ অক্টোবর পর্যন্ত ধানের শীষের লোকেরা ভালোই ছিলো। এখন তারা জ্বালাও-পোড়াও করছে। একটি রাজনৈতিক দলের যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে দেশের মানুষ তাদের কাছ থেকে কী পাবে?

কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক হিটলু, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, সখিপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ