কুড়িগ্রামের উলিপুরে ৪০ পিস ইয়াবাসহ মো. বকুল মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছরা বালাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. বকুল মিয়া উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছরা বালাপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই আতিকুজ্জামান আতিক, মিজানুর রহমান, এএসআই সোহাগ পারভেজ, হারুন, আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে তবকপুর ইউনিয়নের বামনাছরা বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. বকুল মিয়াকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ