ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৩, ১৭:০৪ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১৭:৩০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি। আমাদের সারা পৃথিবীতে সাড়ে ৩ কোটি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রয়েছে। আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নাটোর শহরের বড় হরিশপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। আমরা দ্রুত স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। আমাদের টার্গেট ২০৪১ সাল কিন্তু ২৩ সালেই আমরা রূপান্তরিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। দেশে শুধু নয়, বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশংসা শুনতে হয়।

কামাল আরও বলেন, আমরা সামনে ই-পাসপোর্টকে আরও সম্প্রসারিত করবো। আগে দিনে দুই থেকে তিন হাজার পাসপোর্ট হতো। এখন আশ্চর্যের বিষয় দিনে ২৫ হাজার ই-পাসপোর্ট বের হয়। বাংলাদেশ যে কতখানি এগিয়ে, তা এক্ষেত্রে বুঝা যায়। দেশে আমরা প্রতি সপ্তাহে যে পাসপোর্ট বিতরণ করি, অন্য দেশের লোকসংখ্যাও তত নয়। তা প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম ওসমান, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. ছারোয়ার হোসেন প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ