ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘সমাজ পরিবর্তনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৩, ১৬:৪৫

সমাজ পরিবর্তনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন দ্বাদশ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ভান্ডারিয়া পৌর শেখ কামল অডিটরিয়ামে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ বলেছেন, ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। সমাজ পরিবর্তন করতে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় ইমামরা নেতৃত্ব দেন। তারা নেতাদের নেতা। শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছেন ইমামগণ।

ভান্ডারিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি জাকারিয়া আল কাসেমী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, জেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, টুঙ্গিপাড়ায় আ.লীগের দফতর সম্পাদক মো. হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুব লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিম, মাওলানা গোলাম আজম, মাওলানা আশ্রাফ আলী, মাওলানা মুসাইয়িব, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ