ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঈশ্বরদীতে কন্দাল ফসল উন্নয়নে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২৩, ২০:৪০

পাবনার ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে বাংলাদেশে উৎপাদিত কন্দাল ফসল উন্নয়নের উপর কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ অধিদফতর পাবনা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. রোকনুজ্জামান।

কন্দাল ফসল (আলু, মিষ্টি আলু, গাছ আলু বা মেটে আলু, পানি কচু, লতিকচু, মুখী কচু ও ওল কচু, কাসাভা) উন্নয়নের উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার জহির রায়হান, সহকারী কৃষি অফিসার আব্দুল মান্নাফ। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ব্লক থেকে আসা ৬০ জন কৃষক- কৃষাণী।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ