ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘নৌকায় ভোট না দিলে আপনারা মুনাফিক হয়ে যাবেন’

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২৩, ২০:২৩ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ২০:৪৪

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, প্রধানমন্ত্রী আপনাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৪টি সেবা প্রদান করছেন। এ ছাড়াও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। আপনারা শুধু কথা দেন আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবেন। যদি নৌকার বাইরে ভোট দেন তাহলে আপনারা মুনাফিক হয়ে যাবেন। গোপনে ভোট হবে। আমাকে ফাঁকি দিতে পারবেন কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। নৌকায় ভোট না দিলে নামাজ পড়ে, প্রার্থনা করে, মসজিদ, মন্দিরে গিয়ে কোনো কাজ হবে না।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে জেলার পালং ইউনিয়নের নরবালাখানা আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে বলেন আমরা পাকিস্তান আমলে ভালো ছিলাম। তা মিথ্যা কথা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ভালো আছি।

সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরাতন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে সেমি পাকা একক গৃহ নির্মাণ প্রকল্পে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, তুলাসার ইউপি চেয়ারম্যান জামাল হোসেন ফকির, পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আজাহার হোসেন প্রমুখ। সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন শুকুর আলী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনয় থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম জানান, এখানে জরাজীর্ণ যৌথ ব্যারাক ছিল। আমরা প্রকল্পের আওতায় এনে এককভাবে ২০টি ঘর করে দিয়েছি। এখন সুবিধাভোগীরা সন্দরভাবে বসবাস করতে পারবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ