শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২৩, ১৬:৫৫ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১৭:০০

নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর এলাকায় ট্রাকের ধাক্কায় জনি আহম্মেদ শেখ (১৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগড়া-লক্ষীপাশা-মহাজন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জনি আহম্মেদ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মিজানুর রহমান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জনি আহম্মেদ মোটরসাইকেলযোগে লোহাগড়া বাজারের দিকে যাচ্ছিলেন। রাজুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৭৭১৪) তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ