ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক গ্রেফতার

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৩, ১৯:১৫

নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় আহিমন বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আহিমন বেগম উপজেলার একই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী।

এ ঘটনায় নিহতের ছেলে আমিজারন রহমান বাদী হয়ে মোটরসাইকেলচালক মিলনকে (২৫) আসামি করে ডোমার থানায় মামলা করেন। দুপুর ১টার দিকে বোড়াগাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক মিলন চিলাহাটির হাজিরহাট এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে আহিমন বেগম চা খাওয়ার জন্য রাস্তার পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলচালক মিলন বামুনিয়া থেকে বোড়াগাড়ি বাজার আসার পথে ওই বৃদ্ধাকে ধাক্কা দেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ