বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে গোবিন্দ ঘোষ (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার রেলওয়ে থানা এলাকার আক্কেলপুর কেওচা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত গোবিন্দ নওগাঁর বদলগাছীর সাগরপুর গ্রামের হলু ঘোষের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানা এলাকার কেওচা রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় গোবিন্দ ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওই স্থান দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত গোবিন্দ কানে কম শুনতেন। এ কারণে ট্রেনের শব্দ বা হর্ন শুনতে না পাওয়ায় ট্রেনের সাথে ধাক্কায় কাটা পড়েন। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ