ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

হলুদ সাংবাদিকতা রোধে তালিকা প্রণয়ন করা হচ্ছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৩, ১৫:১০

প্রেস কাউন্সিল চেয়ারম্যান নিজামুল হক নাসিম বলেছেন, হলুদ ও অপসংবাদিকতা রোধে জেলা প্রশাসকদের মাধ্যমে সাংবাদিকদের সঠিক তালিকা প্রণয়ন করা হচ্ছে। এতে অপসংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা রোধ করা সম্ভব হবে। সাংবাদিকরা যে কোন ধরনের সমস্যায় পড়লে প্রেস কাউন্সিল তাদের সহায়তা প্রদান করে।

আজ মঙ্গলবার লালমনিরহাট সার্কিট হাউজে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ট সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুকে সাংবাদিকরা সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তিনিও সব সময় সাংবাদিকদের সাথে ছিলেন। বঙ্গবন্ধু সর্বপ্রথম সাংবাদিকের জন্য আইন করেছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মমিনের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ