নরসিংদীর রায়পুরায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সুকুমার বিশ্বাস (৪০) নামের এক রাজমিস্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুকুমার বিশ্বাস ওই এলাকার মৃত প্রমোদ বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী চন্দনা রানী বিশ্বাস বলেন, আমার স্বামী আগে রাজমিস্ত্রীর কাজ করতো ৷ পরে অসুস্থ হয়ে পরায় চিকিৎসার জন্য এনজিও থেকে টাকা লোন করেন। পরে এ টাকা পরিশোধ করার জন্য আরেকটি এনজিও থেকে লোন তুলেন ৷ এভাবে তিনি ৪ বছরে মোট ১১টি এনজিও থেকে প্রায় ৪ লাখ টাকা লোন করে ফেলে। এসব টাকা পরিশোধ না করতে পেরে তিনি কষ্টে আত্মহত্যা করেছেন।
নয়াশতাব্দী/ এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ