ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সান্তাহারে আগুনে পুড়লো ভাঙ্গারি দোকান

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৩, ১৭:০০

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ভাঙ্গারি দোকানে আগুন লেগে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ভাঙ্গারি ব্যবসায়ী জুয়েল হোসেন জানান, মালগুদাম এলাকায় রেলওয়ে সেডের উত্তর পশ্চিম পার্শে টিন ও বাঁশ দিয়ে ঘর নির্মাণ করে সেখানে ব্যবসা করতেন। ঘরের মধ্যে মালামাল বহনের জন্য দুইটি ভ্যানগাড়ি রেখেছিলেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা হঠাৎ তার দোকান ঘরে আগুন দেখতে পেয়ে তাকে ফোন করে বিষয়টি জানান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। দোকান ঘরে প্লাষ্টিকের মালামাল থাকায় মুহূর্তেই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত তার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, দোকানে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিলো না। শত্রুতা করে কেউ এই আগুন লেগে দিয়েছেন।

আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুহুল আমীন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভাঙ্গারি দোকানের আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কেউ হয়তো বিড়ি-সিগারেট খেয়ে তা ওই দোকানে ফেলার কারণে সেখান থেকে আগুন লাগতে পারে। দোকানের মধ্যে কেউ অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ