ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল চিকিৎসকের

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৩, ১৪:৪৯

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. গোলাম কাজেম আলীকে (স্কিন স্পেশালিস্ট) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) রাতে রাজশাহী উপশহরের বর্ণালীর মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডাক্তার গোলাম কাজেম রাজশাহী পপুলার থেকে রোগী দেখে মোটরসাইকেলে করে উপশহরে যাচ্ছিলেন। আনুমানিক পৌনে ১২টার দিকে বর্ণালী মোড়ে পৌঁছালে অজ্ঞাত এক মাইক্রোবাস থেকে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কি কারণে হত্যা করেছে তা জানা যায়নি।

নয়া শতাব্দী/এসএ/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ