ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে খুন

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২৩, ২৩:০৩

নেত্রকোনার কেন্দুয়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আশরাফুল ওরফে বাদশা (১৮) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা তবিয়ারগাতী গ্রামে ঘটে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল গগডা তবিয়ারগাতী গ্রামের আবুল কাশেমের ছেলে।

সূত্র জানায়, আজ বিকালে ব্যাডমিন্টন খেলা নিয়ে নিহতের ছোট ভাই ইয়াসিনের সাথে প্রতিবেশী রাকিব নামে এক কিশোর তর্কে জড়ায়। এসময় গ্রামের আবুল হাসেমের ছেলে সারোয়ার মিয়া বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। এই মিটমাটের ঘটনাকে কেন্দ্র করে নিহত বাদশার সাথে কথার কাটাকাটি বাঁধে সারোয়ারের।

এক পর্যায়ে সারোয়ার ধারালো ছুরি দিয়ে বাদশার পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের ধরতে এলাকায় অভিযান চলছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ