ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভোলায় জব্দ ৫০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২৩, ১৮:০৬

ভোলার চরফ্যাসনে তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছসহ তিনটি নৌকা জব্দ করা হয়েছে। পরে সেই মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার মো. সাইদুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনারের তত্ত্বাবধানে দুলারহাট থানা পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০কেজি ইলিশ মাছসহ তিনটি নৌকা জব্দ করা হয়। পরে সকাল ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মুহিদ এর নির্দেশনায় উদ্ধার ৫০ কেজি ইলিশ মাছ ৪টি এতিমখানায় বিতরণ ও জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জেলেরা নৌকা থেকে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভোলার চরফ্যাসন মেঘনা এবং তেতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ