লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায়কে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্যানেল চেয়ারম্যান শামসুল হককে চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করে চিঠি ইস্যু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারওয়ার।
এর আগে ২৫ অক্টোবর স্থানীয় এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একটি চিঠিতে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত বলে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, কৃষ্ণ কান্ত রায় বিধুর উপকার ভোগীদের ৩ লাখ ২ দুই হাজার ২৮০ টাকা বিতরণ না করে নিজের হাতে রেখেছেন। যা তদন্তে প্রমাণিত হয়েছে।
চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিধুরকে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না, তার উত্তর ১০ কর্মদিবসের মধ্যে লালমনিরহাট জেলা প্রশাসকের অফিসে দিতে বলা হয়েছে।
আদিতমারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারওয়ার বলেন, এর আগে তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসকের দফতরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ