ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২৩, ১৮:৩৮

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় সালমান ফারসি (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সালমান ফারসি উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের মো. সাজিদুল ইসলামের ছেলে।

বারুহাস ইউনিয়‌নের চেয়ারম‌্যান ময়নুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দিঘরিয়া বারুহাস আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সে গুরুতর আহত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দিঘরিয়া বারুহাস আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে বারুহাস বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তী‌তে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ