ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ঘরের আড়ার সাথে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২৩, ১৮:২৮
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে ঘরের আড়ার সাথে রুকাইয়া খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ ঝুলছিল।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রাম বধুনীলি পাড়ায় এ ঘটনা ঘটে।

রুকাইয়া খাতুন ওই গ্রামের মো. নান্টু মিয়ার মেয়ে। তিনি উপজেলার দোবিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত ছিলেন তখন ওই শিক্ষার্থী শোবার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন ঘরে ঢুকে দেখেন রুকাইয়ার মরদেহ ঝুলছে। তবে তারা আত্মহত্যার কারণ বলতে পারছেন না। প্রতিবেশীরা জানিয়েছে সম্প্রতি রুকাইয়ার বিয়ের প্রস্তুতি চলছিল। তারপরই তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেল।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বিকাল সাড়ে ৪টার দিকে মুঠোফোনে জানান, ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে তারপর জানাতে পারবো।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ