ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

সান্তাহারে ট্রেনের বগিতে যাত্রীর চাপ, টিকিট বিক্রি কালোবাজারে 

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২৩, ১৮:২৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ২০:২৪
ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগির মধ্যে পা ফেলানোর জায়গা নেই। ছবি- নয়া শতাব্দী

আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘোষণার পর থেকে বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন দিয়ে ঢাকাগামী যাত্রীদের সংখ্যা বেড়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সান্তাহার জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগির মধ্যে পা ফেলানোর জায়গা নেই। ঢাকাগামী এসব যাত্রীদের মধ্যে অধিকাংশই বিএনপি নেতাকর্মী ছিলেন বলে একটি সূত্র নয়া শতাব্দীকে জানিয়েছেন।

জানা গেছে, সান্তাহার জংশন স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ২০ জোড়া ট্রেন চলাচল করে। বিএনপির সমাবেশ ঘোষণার পর থেকে বগুড়ার আদমদীঘিসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ট্রেনযোগে সমাবেশে যোগ দিতে এই স্টেশনে ভিড় করছেন। ফলে আগের তুলনায় টিকিটের চাহিদা বেড়েছে। আর এই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছেন টিকিট কালোবাজারি চক্র। তারা প্রতি টিকিট প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছেন। ফলে বেকায়দায় পড়ছেন সাধারণ যাত্রীরা।

ট্রেনযাত্রী জলি গুপ্তা জানান, পূজার ছুটি শেষে নিজ কর্মস্থল ঢাকায় ফেরার জন্য সান্তাহার স্টেশনে আসেন। তিনদিন আগে কাউন্টারে এসে টিকিট না পেয়ে পাশের একটি ফটোকপির দোকান থেকে তিনি টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ টাকা অতিরিক্ত দামে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর’ ট্রেনের দুইটি টিকিট ক্রয় করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৪০মিনিটে ওই ট্রেনে উঠে দেখেন বগিতে পা ফেলার জায়গা নেই।

এদিকে আদমদীঘি উপজেলা থেকে পুলিশি ঝামেলা এড়াতে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন ট্রেনে ঢাকা যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানিয়েছন, তিনি বুধবার রাতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ৮ জন কর্মীকে নিয়ে ঢাকায় পৌঁছেন। আবাসিক হোটেলে তল্লাশি হতে পারে এজন্য তিনি নিকট আত্মীয়ের বাসায় উঠেছেন।

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাবীবুর রহমান হাবীব জানান, পূজার ছুটিতে আসা লোকজন কর্মস্থলে ফিরছে। এজন্য স্টেশনে ভিড় বেড়েছে। ট্রেনের বগিতে শতকরা বিশজন দাঁড়িয়ে যেতে পারেন। কিন্তু তারা স্ট্যান্ডিং টিকিট নিচ্ছেন।

টিকিট কালোবাজারি সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, কাউন্টার থেকে টিকিট কালোবাজারির সুযোগ নেই। অনলাইন থেকে যেসব টিকিট বিক্রি হয় ওই সব টিকিট কালোবাজারে বিক্রি হতে পারে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি পুলিশ ও নিরাপত্তা বাহিনী দেখেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তার হোসেন জানান, ইতিপূর্বে টিকিট কালোবাজারের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ রকম সংবাদ বা অভিযোগ পেলে আবারও অভিযান চালানো হবে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ