পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশের কথা বলার হক (অধিকার) নেই। সব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যা, আমাদের প্রধানমন্ত্রীও তা। মাতব্বরি করলে আমরাই করবো। বিবাদ হলে আমরাই সমাধান করবো। বন্ধুরা এলে বন্ধু হিসেবে আসবে। চা খাবে, চেয়ার পাবে, গল্প করবে। তবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, আইন-কানুন বিষয়ে অন্য কারও কথা বলার হক নেই।’
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমেরিকান ও ব্রিটিশরা এ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন। এতে কাজ হবে না।’
বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রাগ করে নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, ৬০-৭০ শতাংশ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না; তাই বলে নির্বাচন আটকেও থাকে না। জনগণের প্রতি তাদের আস্থা রেখে নির্বাচনে আসার আহ্বান জানাই।’
প্রকল্প পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।
নয়া শতাব্দী/এসএ/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ