ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৩, ১৮:২৯

মাগুরা সদর উপজেলায় মোহন বিশ্বাস নামের এক কৃষকের দুই বিঘা জমির ফলিত লাউ গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এতে কৃষকের কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে কৃষক দেখতে মাঠে গিয়ে পান তার সব লাউ গাছ কাটা। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক মোহন বিশ্বাস জানান, এ বছরই তিনি লাউ গাছগুলো লাগিয়েছেন। যা গত দুই মাস ধরে প্রতি ২দিন পর ১০ থেকে ১৫ হাজার টাকার লাউ বিক্রি করছিলেন। আরও দুই মাস তিনি এই লাউ বিক্রি করতে পারতেন। কিন্তু কে বা কারা শত্রুতার জেরে রাতের আধারে গাছগুলো কেটে দিয়েছে।

মোহন বিশ্বাসের দাবি, স্থানীয় একটি মেহগুনি বাগানে কিছু ব্যক্তি প্রতি রাতে জুয়ার আসর বসায়। সস্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েক জনকে আটক করে। জুয়াড়িদের ধারণা মোহন বিশ্বাস থানায় খবর দিয়ে তাদের ধরিয়ে দিয়েছেন। যা স্থানীয়দের মাধ্যমে তিনি শুনতে পান। এই শত্রুতাবশতই জুয়াড়িদের একটি অংশ তার লাউ খেতে এই তাণ্ডব চালিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, অভিযোগ পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ