ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

২৮ অক্টোবর নিয়ে চিন্তার কোনো কারণ নেই : পরিকল্পনামন্ত্রী

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৩, ২০:৩৮

আগামী ২৮ অক্টোবর স্বাভাবিক দিনের মতোই যাবে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘২৭ অক্টোবরের পর ২৮ অক্টোবর, এরপর ২৯ অক্টোবর, এভাবেই চলবে; কোনো ব্যবধান নেই। দিনের পর দিন আসবে, কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার। মানুষ যেভাবে তাদের দৈনন্দিন কাজ করছে; করবে। এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই।’

পরে রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের সকল দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকার করে; সম্মান করে। অথচ বিএনপি বলে, তার অধীনে নির্বাচন করব না। কীভাবে এ কথা বলেন? এটি আইনের কথা নয়। অন্যায় কথা, এটি গায়ের জোরের কথা!’

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ