পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা কোনো শঙ্কা অনুভব করছি না। তবে আমরা বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় রাখছি। জনগণের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষার্থে ব্যবস্থা নিতে পুলিশ প্রস্তুত আছে।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশ কোনো আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় জানিয়ে আইজিপি বলেন, অবশিষ্ট তিন দিনও যেন যথাযথভাবে পূজা উদযাপিত হয়, সেজন্য পুলিশ সচেষ্ট আছে। পূজাকে কেন্দ্র করে কোনো প্রকার হুমকি নেই, তবে আমরা সতর্ক রয়েছি।
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আপনারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করুন। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। পূজাকে সুন্দর ও মনোমুগ্ধকর করতে এখানকার প্রশাসন, রাজনীতিবিদসহ সকলেই একযোগে কাজ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা প্রমুখ।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ