ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করলেন এমপি মাশরাফি

প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২৩, ২০:৫০

নড়াইলে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষক পর্যায়ে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু প্রমুখ।

গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের জন্য জেলায় মোট ১৯ হাজার ২৬০ জনকে ৭ প্রকারের বীজ ও সার বিতরণ করবে কৃষি বিভাগ। এর মধ্যে লোহাগড়া উপজেলায় মোট ৭ হাজার ২শ ৪০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ