ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

মানিকগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২৩, ১৯:০১

মানিকগঞ্জ জেলার ঘিওরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কৌশিক চুনুকার (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মধ্যরাতের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কৌশিক চুনুকার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী এলাকার চন্দন চুনুকারের ছেলে। সে শিবালয়ের কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার জানায়, বেশকিছু দিন আগে হঠাৎ করে কৌশিক চুনুকারের প্রচণ্ড জ্বর আসে এবং স্থানীয় ওষুধের দোকান থেকে জ্বরের ওষুধ খাওয়ানো হয়। কিন্তু জ্বর সেরে গেলেও প্রচণ্ড মাথা ব্যাথা কথা জানায় কৌশিক। পরে গত রোববার কৌশিকের ডেঙ্গু পরীক্ষা করা হয় এবং ডেঙ্গু ধরা পড়ে।

পরে স্থানীয়দের পরামর্শে কৌশিককে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় বৃহস্পতিবার সন্ধায় কৌশিককে আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে কৌশিকের মৃত্যু হয়।

কৌশিকের স্কুলের শিক্ষক মো. রজমান আলী জানান, কৌশিক চুনুকার খুব মেধাবী ও ভালো ছাত্র ছিল। পড়ালেখার পাশপাশি খেলাধুলা ছাড়াও বিদ্যালয়ের প্রত্যেক কাজে অংশ গ্রহণ করতো।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ