ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

মহিপুরে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২৩, ২০:২১

পটুয়াখালীর মহিপুরে হাজবুনা নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাজবুনা একই এলাকার নজরুল খানের কন্যা।

বুধবার (১৮ অক্টোবর) ভোর ৩টার দিকে মহিপুর সদর ইউনয়নের মহিপুর গ্রামে মৃতের নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাজবুনা তার বড় বোন আফছার সঙ্গে ঘরের দোতলায় নিজের শয়ন কক্ষে ঘুমাতে যান। রাত দুইটার দিকে হঠাৎ হাজবুনাকে খুঁজে না পেয়ে নিচ

তলায় গিয়ে একটি কক্ষে আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরিবারের ধারণা, প্রেমঘটিত কারণে এই তরুণী আত্মহত্যা করতে পারে।

মহিপুর থানার ওসি ফেরদৌস আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসএ/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ