ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ছেলেসহ মাকে গলাকেটে হত্যা

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২৩, ১২:১৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১২:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে দুই ছেলেসহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম। তিনি জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরব প্রবাসী। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করেন। সকালে কাজের লোক এসে দেখেন বিল্ডিংয়ের গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেট খুলে সবাই ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন মেঝেতে ও বাথরুমে মা ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

পুলিশের একাধিক টিম এ ঘটনায় রহস্য উদ্ধার করতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ