ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২৩, ২০:৩০

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে তানিশা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। তানিশা একই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে।

জানা গেছে, রোববার দুপুরে তানিশার মা সংসারের কাজ করছিলেন। এ সময় সবার অজান্তে তানিশা পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে উঠে। পুকুর থেকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমার ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের ফারুকের ছোট শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। একইদিন তাকে বাদ আসর জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ