সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়ার করফা গ্রামে তার বাবা অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদের নামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় সম্প্রতি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি সরকারিকরণ ও এলাকায় হাসপাতল নির্মাণ করা হয়েছে। মধুমতি নদী শাসনের কাজ চলমান রয়েছে। এলাকাতে আরও উন্নয়ন কাজ করা হবে।
এ সময় তিনি হাসপাতালের পাশে একটি গাছের চারা ও একটি মসজিদেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত মুক্তিযোদ্ধারের সাথে কুশল বিনিময় এবং অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও শিশু-কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন।
নয়া শতাব্দী/এসএ/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ