ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

মামাকে নিয়ে জোরাজুরি করে মদ পান, বান্ধবীসহ ভাগ্নির মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২৩, ১২:৪২

মাদারীপুর সদরে মামাকে জোরাজুরি করে মদ পান করানোর পর নিজেরা অজ্ঞান হয়ে পড়েছেন। তাদের সাথে ছিলেন মা ও। অসুস্থ অবস্থায় বাসার তত্ত্বাবধায়ক তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মৃতদের মধ্যে একজন মাদারীপুর পৌর এলাকার ও অপরজন ডাসার উপজেলার বাসিন্দা ছিলেন।

প্রতিবেশী ও স্বজনদের বরাত দিয়ে সদর থানা পুলিশ জানায়, শনিবার গভীর রাতে মদ পান করেন ওই চারজন। একপর্যায়ে ঘর থেকে আসা চিৎকারের শব্দ শুনে ছুটে যান বাসার তত্ত্বাবধায়ক। তিনি গিয়ে মেঝেতে এক তরুণীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। অন্যরা অসুস্থ অবস্থায় ছিলেন।

পরে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যান তত্ত্বাবধায়ক। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মৃত এক তরুণীর মামা বলেন, ‘আমার ভাগ্নি কোথায় থেকে মদ নিয়ে এসে আমাকে খাওয়ার জন্য জোরাজুরি করে। বাধ্য হয়ে আমিও মদ পান করি।

পরে আমার আর কিছু মনে নেই। চোখ মেলে দেখি আমি হাসপাতালে।’ ভুক্তভোগী এই ব্যক্তি আরো বলেন, ‘শুনেছি ওই মদ পান করে আমার ভাগ্নি আর তার বান্ধবী মারা গেছে।’

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, চারজনের মধ্যে এক নারীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মদ পানের পর নাচ-গান করে ওই চারজন অসুস্থ হয়ে পড়ে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ