ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বাঘায় আগুনে পুড়ল ৬ গরু-ছাগল

প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২৩, ২০:২৯

রাজশাহীর বাঘায় অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ ৬টি গরু-ছাগল পুড়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১২ টার দিকে উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক খোরশেদ আলীর দাবি করেন ।

খোরশেদ আলী জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি জানার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাড়ির ৩টি ঘরের আসবাবপত্রসহ ১টি গরু ও ৫টি ছাগল পুড়ে মারা যায়।

উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছার আগেই ৬টি পশুসহ বাড়ির অনেক আসবাবপত্র পুড়ে যায়। আগুনে মালিকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাত ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে পাশের বাড়িগুলো রক্ষা করা গেছে।’

বাঘা থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে অবগত করেছি।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ