শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

সমুদ্র সৈকতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২৩, ২১:৫৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ২১:৫৬

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে আকরামুল ইসলাম সাজিন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরিফ ইসলাম (১৬) নামের অপর এক ছাত্র।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত আকরামুল ইসলাম সাজিন (১৬) কক্সবাজারে শহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে। নিখোঁজ আরিফ ইসলাম (১৬) একই এলাকার মৃত মাহাবুব আলমের ছেলে। ২ জনই শহরের পৌর প্রিপ্যাটারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শৈবাল পয়েন্টে ২ ছাত্র গোসল করতে নেমে। এ সময় ভেসে যাওয়ার সময় ১ জনকে উদ্ধার করা হলেও একজন ভেসে যায়। উদ্ধার হওয়া ছাত্রকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ ছাত্রের সন্ধানে লাইফ গার্ড, ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাচ্ছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশেকুর রহমান জানিয়েছেন, সৈকতে ভেসে যাওয়া ছাত্র আকরামুল ইসলাম সাজিন হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যুবরণ করেছে। মরদেহ এখনও হাসপাতালে রয়েছে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ